দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীর পুর জিপির নান্দৈর এ শিবির করে প্রচার করা হলো,
দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম সঙ্গীতা চ্যাটার্জী মহাশয়ার নির্দেশে শিবির করে প্রচার করেন।
আজ 21- 05- 2023
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব্যাক্তি রা ।
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, পকসো এক্ট, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন ।
উপস্থিত ছিলেন শিশু কিশোর কিশোরী , অভিভাবকেরা ও – এস এস কে দিদিমনি অন্জলী শীল
এবং
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাববানী
Early urotrin precio chile detection of diabetes mellitus is essential for effective administration as well as prevention of problems.

