দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার ক্যাম্পের শুভ আরম্ভ করা হল ঢাক ঢোল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে ট্যাবলো উদ্বোধনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন জেলাশাসক বীজিন কৃষ্ণা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

ঢাক ঢোল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে ট্যাবলো উদ্বোধনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার ক্যাম্পের শুভ আরম্ভ করা হল। উদ্বোধন করেন জেলাশাসক বীজিন কৃষ্ণা। এছাড়া উপস্থিত ছিলেন অবজারর্ভার গোদালা কিরণ কুমার। ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর নির্মিতা সাহা। মহকুমা শাসক পি প্রমোথ। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদেষ্ণা পাল বংশীহারী ব্লকের সহ সভাপতি গনেশ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা।
জেলার ২৯৪ টি বুথে শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। শনিবার থেকে ১০ এপ্রিল পর্যন্ত বুথে বুথে সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের আবেদন পত্র গ্রহণের শিবির শুরু হয়েছে। ১১ এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত বুথগুলি থেকে প্রকল্পের পরিসেবা প্রদান করা হবে বলে জানা গেছে।
ট্যাবলো উদ্বোধনের পর প্রশাসনের কর্তারা বাংশীহারী ব্লকের এলাহাবাদ হাই মাদ্রাসায় অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হন। ক্যাম্পের কাজকর্ম খতিয়ে দেখেন। প্রতিটি টেবিল ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। এমনকি আবেদনকারীদের সঙ্গে কথাও বলেন। এছাড়াও প্রশাসনের কর্তারা বংশীহারির বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।
জানা গেছে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে দুটি নতুন পরিষেবা সংযোজন করা হয়েছে। বিধবা ভাতা অপরটি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছোট ব্যবসা করার জন্য লোন দেওয়া হবে। সরকার এতে সহযোগিতা করবে। এবার ভ্রাম্যমান ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী তে ট্যাবলো উদ্বোধনের মধ্যে দিয়ে ষষ্ঠ দুয়ারে সরকার ক্যাম্পের শুভ আরম্ভ করা হলো। এদিন থেকে জেলার ২৯৪ টি বুথে ও পৌর এলাকায় শুরু হল এই ক্যাম্প। এবার এই ক্যাম্প গুলি থেকে অতিরিক্ত দুটি পরিষেবা দেওয়া হবে। প্রায় ১১৭০ টি পোলিং স্টেশনে এক বা একাধিক ক্যাম্প শুরু করা হলো। এই ক্যাম্প গুলি থেকেই উপভোক্তাদের ১১ই এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *