দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শনে এলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম ও রেল দপ্তরের উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ারেরা। এদিন গঙ্গারামপুরে পৌঁছে গঙ্গারামপুর রেলস্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখেন তারা, পাশাপাশি গঙ্গারামপুর রেল স্টেশনে কর্মরত স্টেশন ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে রেলের একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমানে গঙ্গারামপুর রেল স্টেশনে পিপি সেটের ও ইলেকট্রিসিটির কাজ চলছে সেই কাজই খতিয়ে দেখার পাশাপাশি পুরো কাঠামো পরিদর্শন করেন ডি আর এম ও রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারেরা।এদিন সেখানে কাটিয়ার ডিভিশনের ডি আর এম শুভেন্দু চৌধুরী, ইঞ্জিনিয়ার রবিলেস কুমার সহ গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

