সোমবার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরি পাড়ায় পুনভর্বা নদীর বাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন হয়ে পড়ে পাঠানপাড়া,উত্তরপাড়া,মল্লিকপুর,অনন্তপুর গোয়ালপাড়া হোসেনপুর,চৌধুরি। সেই সাথে টাঙন নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে ৩/২ বেলবাড়ি ও নন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ভিটে মাটি ছেড়ে প্রায় শতাধিক মানুষ রাস্তার ধারে বসবাস করতে শুরু করেছেন। কিন্তু তাদের ত্রান দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন প্রচুর মানুষ গঙ্গারামপুর বিডিও অফিসে এসে ত্রানের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ত্রান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার ও বিডিও দাওয়া শেরপা।

