জলপাইগুড়ি:————–—–
তৃণমূল পরিচালিত পৌরসভার পৌরপ্রধানের পদত্যাগের দাবি তুলে ধর্নায় বসলেন কংগ্রেস কাউন্সিলার। গান্ধীজির ছবিকে সামনে রেখে ধর্নায় বসেছেন জলপাইগুড়ি পৌরসভার ২৪নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার অম্লান মুন্সি। তার অভিযোগ, ঠিকাদার, দুর্নীতিগ্রস্থরাই পৌরসভা চালাচ্ছে। সাধারণ মানুষের পরিষেবা দিতে ব্যার্থ জলপাইগুড়ি পৌরসভা।
সোমবার বেলা ১২টায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে ধর্নায় বসেন অম্লান মুন্সি। প্রাক্তন কংগ্রসে কাউন্সিলর, কংগ্রেস কর্মী এবং ২৪নং ওয়ার্ডের সাধারণ মানুষ এই ধর্নামঞ্চে যোগ দেন। অম্লানবাবু জানিয়েছেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পাঁচদিন বেলা ১২টা থেকে ৪পর্যন্ত এই ধর্নামঞ্চে তিনি শান্তিপূর্ণ অবস্থান করবেন। ধর্নামঞ্চ থেকে দেড়শো মিটার দূরে জলপাইগুড়ি পৌরসভার পুরপ্রধান পাপীয়া পালের বাড়ি। অম্লানবাবুর সরাসরি অভিযোগ পাপীয়া পালের বিরুদ্ধে। তার পদ্যতাগের দাবিতেই ধর্না শুরু করেছেন কংগ্রেস কাউন্সিলার। তার অভিযোগ, ২৪নং ওয়ার্ডের একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য পরিষেবাও তলানিতে। তবে শুধু ২৪নং ওয়ার্ড নয়, পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডেই একই হাল বলে অভিযোগ অম্লান মুন্সির। তার আরও অভিযোগ, জলপাইগুড়ি পৌরসভা এখন দুর্নীতিবাজ এবং ঠিকাদারদের দখলে চলে গিয়েছে। অনেক সাধারণ মানুষও একই অভিযোগ তুলেছেন।
বস্তুত পৌর পরিষেবা যে বেহাল তার প্রমান পাওয়া গিয়েছে সদ্য বিগত লোকসভা নির্বাচনেও। পৌরসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ। কিন্তু লোকসভা নির্বাচনে ২৫টির মধ্যে ২৪টি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি।
পৌরসভার চেয়ারম্যান পাপীয়া পাল নাবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়েছেন। ফোনেও তাকে পাওয়া যায়নি।
তবে জলপাইগুড়ির তৃণমূল জেলা সম্পাদক তথা পৌরসভার বিগতদিনের প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য বিকাশ মালাকার কংগ্রেস কাউন্সিলারের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। তার ধর্নায় বসাকে রাজনৈতিক প্রচারের জন্য নাটক বলে কটাক্ষ করেছেন বিকাশ মালাকার।

