তৃণমূল ও বিজেপিকে হারাতে হাতে হাত রেখে শপথ বাম-কংগ্রেসের

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

তৃনমূলের জন্ম আরএসএস দল
থেকে!তৃণমূল ও বিজেপিকে হারাতে হাতে হাত রেখে শপথ বাম-কংগ্রেসের*

হরিশ্চন্দ্রপুর,২ এপ্রিল:’তৃণমূল ও বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ।তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।তৃনমূলের জন্ম হয়েছে বিজেপির আরএসএস দল থেকে।’বাম-কংগ্রেস সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র।দলীয় পতাকার রং ভুলে তৃণমূল ও বিজেপিকে হারাতে কংগ্রেস প্রার্থীর হাতে হাত রেখে ভোটের লড়াইয়ে নামার শপথ নিলেন রাজ্য ও জেলার বাম নেতৃত্বরা।উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সোমবার হরিশ্চন্দ্রপুরে রাজ্য ও জেলার বাম নেতৃত্বদের নিয়ে এক সভা করেন।এদিন বামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র,রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আরজাউল হক ও প্রনব চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।অপরদিকে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লক সভাপতি বিমান বিহারী বসাক ও আবুল কাশেম,রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ অন্যান্যরা।প্রার্থী মোস্তাক আলম বলেন,’বিজেপি ও তৃনমূল নামক দুই শত্রুকে পরাস্ত করতে আজকের এই শপথ।আমাদের মধ্যে যা গ্লানি ছিল তা সব মুছে গেল এই সভায়।আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় সুনিশ্চিত।’অপরদিকে জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন,পশ্চিমবঙ্গ থেকে তৃনমূল ও বিজেপিকে পরাস্ত করতে বাম কংগ্রেস সর্বাত্মক ভাবে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে।রাজ্যের ৪২ টা আসনে তৃণমূল ও বিজেপিকে হারাতে আমরা ঐক্যবদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *