মালদা,২৭ জুন : ———-—
মালদার কালিয়াচকের বাখরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত। এই যোগদান কর্মসূচিতে প্রায় সাত শতাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ৪০ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী আব্দুল হান্নান তিনি আগে তৃণমূল করতেন। এবার তিনি কংগ্রেসের টিকিটে সুজাপুর ৪০ নম্বর জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও তৃণমূলের কিষান ক্ষেতমজুর ব্লক সভাপতি নাসিরুদ্দিন শেখ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জাহেদা বিবি সহ প্রায় ৬ জন প্রাক্তন তৃণমূল মেম্বার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন দক্ষিণ মালদা কেন্দ্রের সংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ আবু হাশেম খান চৌধুরী।
দুর্নীতি মুক্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গড়তে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান মহাশয়। তিনি বলেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে তাই সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজ শক্তিতে কংগ্রেসকে ভোট দিয়ে আগামী ত্রিস্তর নির্বাচনে সমস্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করবে জাতীয় কংগ্রেস।
কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী বলেন, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস। মানুষ বুঝতে পেরেছে তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিচ্ছেন বহু মানুষ। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভালো ফল হবে। তিনি বলেন রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাদের। তবে ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর উপর।

