মালদা :——––তৃণমূলের -চেয়ারম্যান কে দলের মিটিং এ ডেকে এনে খুনের চেষ্টা। অভিযোগ তৃণমূলেরই সম্পাদক,অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে। উত্তেজনা মালদার হবিবপুরের ঋষি পুরে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের। ঋষিপুর অঞ্চলের দলের চেয়ারম্যান শিবানন্দ শর্মাকে দলের মিটিং এর জন্যে কানতুর্কা গ্রামে ডাকা হয়। সেখানে রাতেই যান শিবানন্দ। পরে জানানো হয় মিটিং থেকে ফেরার সময় তিনি বাইকে দুর্ঘটনার শিকার। এই ঘটনার পরেই ছুটে যান তাঁর ভাই, পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন শিবানন্দ। এই ঘটনায় ঋষিপুর অঞ্চলের সম্পাদক, সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ চার তৃণমূল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ করেছেন শিবানন্দর পরিবার। হবিবপুর থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান ও অঞ্চল সভাপতির সঙ্গে দলীয় বিবাদ চলছিল। কানতুর্কার মিটিং এও বাদানুবাদ হয় বলেই শোনা যাচ্ছে।

