মালদা:-তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হলো ইংরেজ বাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায়।
শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে শনিবার রাতে অনুষ্ঠিত হয় কর্মীসভা। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি এম ডি অভিষেক, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃত্ব। কর্মীরা বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতির সামনে।গোষ্ঠী কোন্দল সরিয়ে দলকে চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ড্যামেজ কন্ট্রোল করতে জেলা থেকে ব্লক সমস্ত এলাকায় কর্মীদের নিয়ে শুরু হয়েছে কর্মশালা।
এদিন রাতে ২৯ নম্বর ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করা হয়। নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, কর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে। তাদের কথা শুনে সেই সমস্যার সুরাহা করার চেষ্টা করা হবে।

