তৃণমুল কংগ্রেস কমিটির নির্দেশে ও জেলা আদিবাসী তৃণমুল কংগ্রেসের ডাকে তপনের দাঁড়ালহাট হাটখোলায় কর্মীসভা ও যোগদান শিবিরে বিজেপি ও সিপিএমের বাচ্চারা বলে ফের কটুকথা বললেন রাজ্য আদিবাসী তৃণমুল নেতা,অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার কথা বলেন জেলা তৃণমুল সভাপতি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১২ এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ-দলবদল অনুষ্টানে বিজেপি ও সিপিএমকে জানোয়ারের সঙ্গে তুলনা করে, বিজেপি ও সিপিএমের বাচ্চারা বলে ফের কটুকথা বললেন রাজ্য আদিবাসী তৃণমুল নেতা৷ এমনকি বিরোধী বিজেপির রাজ্য সভাপতিকে সিপিএমকে কাক শকুন বলতেও ছাড়েননি রাজ্য তৃণমুল কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য সভাপতি।দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমুল কংগ্রেস কমিটির নির্দেশে ও জেলা আদিবাসী তৃণমুল কংগ্রেসের ডাকে তপনের দাঁড়ালহাট হাটখোলায় কর্মীসভা ও যোগদান শিবিরে এমনি মন্তব্য করেন শ্রীদেবু টুডু।জেলা তৃণমুল সভাপতি অবশ্য অভিযুক্তের আইনি ব্যবস্থা গ্রহনের কথা বলেন। এদিন তৃণমুলের অনুষ্টান মঞ্চে রাজ্য আদিবাসী নেতার উপস্থিত জেলা সভাপতি সহ একঝাপ নেতার সামনে কয়েকশো বিজেপি, কংগ্রেস ও সিপিএম সমর্থকদের নিয়ে দলবদল করেন। অনুষ্টানে ভিড় হয়েছিল ভালোই। দ্বন্ডিকান্ডের জেরে বর্তমানে তপন ব্লকের শঙ্করপুরে ব্যপক শোরগোল পরেছে। ইতিমধ্যেই আদিবাসী যে ৩মহিলাকে দ্বন্ডিকান্ড করে বিজেপির পরে তৃণমুলে যোগদান করিয়েছে ছিলেন সেই মহিলা তৃণমুলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে তাঁর পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমুল কংগ্রেস কমিটির নির্দেশে ও জেলা আদিবাসী তৃণমুল কংগ্রেসের ডাকে তপনের দাঁড়ালহাট হাটখোলায় কর্মীসভা ও যোগদান শিবিরের আয়োজন করেন সেখানেই রাজ্য আদিবাসী তৃণমুল কংগ্রেসের সভাপতি শ্রীদেবু টুডু উপস্থিত ছিলেন। সেখানে জেলা তৃণমুল সভাপতি মৃনাল সরকার, আদিবাসী সংগঠনের জেলা তৃণমুল সভাপতি সন্তোষ হাঁসদা,জেলা তৃণমুলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়,তৃণমুল নেত্রী ললিতা টিপ্পা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দ্বন্ডিকান্ডের জেরে বর্তমানে তপন ব্লকের শঙ্করপুরে ব্যপক শোরগোল পরেছে। ইতিমধ্যেই আদিবাসী যে ৩মহিলাকে দ্বন্ডিকান্ড করে বিজেপির পরে তৃণমুলে যোগদান করিয়েছে ছিলেন সেই মহিলা তৃণমুলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে তাঁর পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমুল কংগ্রেস কমিটির নির্দেশে ও জেলা আদিবাসী তৃণমুল কংগ্রেসের ডাকে তপনের দাঁড়ালহাট হাটখোলায় কর্মীসভা ও যোগদান শিবিরের আয়োজন করেন সেখানেই রাজ্য আদিবাসী তৃণমুল কংগ্রেসের সভাপতি শ্রীদেবু টুডু উপস্থিত ছিলেন। সেখানে জেলা তৃণমুল সভাপতি মৃনাল সরকার, আদিবাসী সংগঠনের জেলা তৃণমুল সভাপতি সন্তোষ হাঁসদা,জেলা তৃণমুলের চেয়ারম্যান নিখিল সিংহ রায়,তৃণমুল নেত্রী ললিতা টিপ্পা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তপনের দাঁড়ালহাটের হাটখোলায় কর্মীসভা ও যোগদান শিবিরে এমনি বক্তব্য দিতে গিয়ে রাজ্য তৃণমুলের আদিবাসী সভাপতি শ্রীদেবু টুডু জানিয়েছেন,বিজেপি ও সিপিএমকে জানোয়ারের সঙ্গে তুলনা করে, বিজেপি ও সিপিএমের বাচ্চারা বলে ফের কটুকথা বললেন। এমনকি বিরোধী বিজেপির রাজ্য সভাপতি ও সিপিএমকে কাক শকুন বলতেও ছাড়েননি রাজ্য তৃণমুল কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য সভাপতি। তিনি বলে ওরা এখন আদিবাসীদের নিয়ে নাকে কান্না করছে।উন্নয়ন আদিবাসীদের জন্য তৃণমুল সরকার করেছে।
জেলা তৃণমুল সভাপতি মৃনাল সরকার বলেন, দল আদিবাসীদের ওই ৩জনের সঙ্গে যে ঘটনা করেছে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহন করার কথা বলবেন তিনি বলে জানিয়েছেন।
তৃণমুলের এদিনের অনুষ্টান মঞ্চে রাজ্য আদিবাসী নেতা শ্রীদেবু টুডু উপস্থিত জেলা তৃণমুল সভাপতি মৃনাল সরকার সহ একঝাক নেতার সামনে কয়েকশো বিজেপি, কংগ্রেস ও সিপিএম সমর্থকদের নিয়ে দলবদল করেন এক সময়ের বিজেপির নেতা কৃষ্ণ কুজুর শাসকদলে যোগদান করেন। কংগ্রেস ছেড়ে পরে কৃষ্ণ কুজুর জানিয়েছেন,উন্নয়নে সামিল হতেই বিজেপি, বহু মানুষজনকে নিয়ে তৃণমুলে যোগদান করলাম।
এদিনের তৃণমুলের অনুষ্টানে ভিড় হয়েছিল ভালোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *