শীতকালে বাবা ছেলে দুজনে মিলে তুলোধুনাই করে লেপ, তোষক, বালিশ তৈরির কাজ করেন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে।
এই কাজ করেই কিছু টাকা জমিয়ে এবার তুলো ধুনাইয়ের একটি মেশিন কিনে আনেন রবিবার।
কেই বা জানত, সেই মেশিনই তাদের কাল হয়ে দাঁড়াবে, ছেলের জীবন চলে যাবে।
সোমবার সেই নতুন মেশিনে তুলোধুনাই এর কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়, একজনের মাথা আটকে যায় এবং চারিদিকে ছিন্ন-বিছিন্ন হয়ে পড়ে। ঘটনাটি জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মহুয়াতোলা গ্রামের ঘটনা।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, মহ: বাবু এবং তার ছেলে আজাদ আলি তুলা ধুনাই এর কাজ করে। তার ভিনরাজ্যের বাসিন্দা এবং ওদলাবাড়িতে ভাড়া থাকতো। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করত। সেরকমই সোমবার ক্রান্তি ব্লকের মহুয়াতোলায়,
এক বাসিন্দার বাড়িতে নতুন কেনা মেশিন নিয়ে লেপের তুলো ধুনাইয়ের কাজ শুরু করেছিলো । হঠাৎ একটি বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। দেখেন, মেশিনের ফিতেগুলো ছিড়ে একজনকে পেচিয়ে রেখেছে ধুনকোর আজাদ আলীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুলো ধুনাইকারি যুবক আজাদ আলীর, বয়স ২৫ বছর। এলাকাবাসী তড়িঘড়ি খবর দেয় ক্রান্তি থানায় ক্রান্তি ফাড়ির পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়ে দেয়। এলাকার বাসিন্দা তবিবর রহমান জানান, মৃত ছেলেটির নাম আজাদ আলী, তারা লেপ তোষক বালিশ ইত্যাদি তৈরি করে এই শীতের মৌসুমে। তিনি আরও জানান, আজ সকালে তাদের বাড়িতে চারজন কাজ করতে আসে। তাদের মধ্যে মৃত যুবক, তার বাবা এবং আরো দুইজন শ্রমিক ছিলেন। এদিকে ঘটনার কথা ছড়িয়ে পরতেই ঘটনাস্থলে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

