তীব্র গরম, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বালুরঘাটের ভাটপাড়া। বিক্ষোভ মহিলাদের, উত্তেজনা বিদ্যুৎ দপ্তরে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ৩১ জুলাই: ——-— বিদ্যুৎ বিভ্রাট! গরমে তিতবিরক্ত মহিলাদের বিক্ষোভে তুমুল উত্তেজনা বালুরঘাটে। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট বিদ্যুৎ দপ্তরে। গ্রামবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টি কিংবা বাতাস হলেই বিদ্যুৎ চলে যাচ্ছে এলাকায়। আর যার জেরে বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে তুমুল সমস্যায় পড়েছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাদবঙ্গী খরাইল এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, একবার বিদ্যুৎ গেলে আর সহজে আসছে না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের৷ বিষয়টি নিয়ে একাধিকবার দপ্তরে জানিয়েও কোন লাভ হয়নি৷ আর তারই প্রতিবাদে এদিন বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। চলে অফিসের নিরাপত্তা রক্ষীদের সাথে মহিলা বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও। জোর করে বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারী মহিলারা। এখানেই শেষ নয়, বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে হাতের কাছে না পেয়ে ক্ষোভ উগড়ে আধিকারিকের ঘরের দরজায় ধাক্কাধাক্কিও করেন উত্তেজিত গ্রামবাসীরা। যদিও পরবর্তীতে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ।

বিক্ষোভকারী মৌমিতা চক্রবর্তী ও তারামণি দেবনাথ প্রামানিকরা বলেন, তাদের গ্রামের বিদ্যুৎ কানেকশন আগে বালুরঘাটের অধীনে ছিল। বর্তমানে সেটা হিলির সঙ্গে জুড়ে দেওয়া হয়। তার পর থেকেই বিদ্যুৎ থাকে না বেশিরভাগ সময়ই। আর যার জেরে তীব্র গরমে নাভিশ্বাস উঠবার জোগাড়।

যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *