তীব্র গরমকে উপেক্ষা করে ভিড় রামকেলি মেলায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

শুরু হলো মালদা জেলার ঐতিহাসিক রামকেলি মেলা। ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে এই মেলা। এরপরও চলে ভাঙ্গা মেলা। রাজ্যের বিভিন্ন জায়গা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও বহু পুণ্যার্থী ভিড় জমান মেলায়। এই মেলা প্রায় ৫১০ বছরের পুরোনো। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে এই মেলা কে কেন্দ্র করে।
ইতি মধ্যে বহু পুণ্যার্থী এসে পৌঁছেছে মেলায়।
সরকারের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে রামকেলি মেলায়। প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে মঞ্চ। শিল্পীরা সেই মঞ্চে পরিবেশন করবেন কীর্তন, বাউলসহ অন্যান্য ভক্তিমূলক গান। এবছর প্রথম মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে মেলায় আগত দর্শনার্থী, ভক্ত এবং সাধু-সন্তদের জন্য একটি শিবির করা হয়েছে। পানীয় জলের সংকটের কথা বিবেচনা করে জলছত্র খোলা হয়। পাশাপাশি চিকিৎসা পরিষেবা ও এম্বুলেন্স পরিষেবাও থাকবে বলে জানান মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক।
কথিত রয়েছে প্রায় পাঁচ শতাধিক বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রীচৈতন্যদেব। রূপ এবং সনাতন গোস্বামী কে দীক্ষা দিয়েছিলেন তিনি। সেই থেকে আজও মহাসমারহে জৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রাম কেলি মেলা। তীব্র গরমকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছেন রামকেলি মেলায়। মালদার বিখ্যাত আম সহ বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে মেলায়।
প্রথা মেনে বহু পুণ্যার্থী রামকেলি মেলা থেকে কেনেন মৃদঙ্গ। এছাড়াও করতার, চন্দন, কাঠের মালা সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দূরদূরান্ত থেকে আগত বিক্রেতারা। এর পাশাপাশি গৌড়ে অবস্থিত ঐতিহাসিক নিদর্শন দেখতেও ভিড় জমান পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *