জলপাইগুড়ি:- বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা কলকাতায় থাকতে না পারা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
তসলিমার নিশানায় তৃণমূল সরকার ও পূর্বতন বাম সরকার।
মমতা বন্দ্যোপাধ্যার বিরুদ্ধেও তোপ লেখিকার
‘সরকার চাইলে বাংলাদেশে থাকতে পারতাম’
‘একই কথা বলতে পারি পশ্চিমবঙ্গ নিয়েও’
‘বাম সরকার বের করে দিয়েছিল’
‘এখনকার সরকারের আমলেও ঢুকতে দেয় না’
এই প্রসঙ্গেই জলপাইগুড়ি জেলা সন্মেলনে যোগ দিতে আসা সিপিএম এর রাজ্য সম্পাদক মহ: সেলিম তসলিমার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। তসলিমাকে “আপদ” বলে কটাক্ষ করেন সেলিম।
পাশাপাশি ভুয়ো নথি নিয়ে মাল পুরসভাকে সিবিআই এর নোটিশ পাঠানো তার অভিযোগ,টাকা দিয়ে ভুয়ো সার্টিফিকেট মিলছে, কিন্তু যারা আইনিভাবে পেতে চাইছেন তারা পাচ্ছে না।
অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় এর হার নিয়ে মিঠুন চক্রবর্তীর গোষ্ঠীদ্বন্দ্ব বিতর্ক উসকে দিয়ে সেলিমের কটাক্ষ তৃণমূল বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বে নেতারা কি নতুন দল করছে! দক্ষিণ ২৪পরগণায় সিপিআইএম এর নতুন জেলা কমিটি ঘোষণা হওয়ার পর ভাঙন দেখা দিয়েছে দলে। তবে সেই প্রসঙ্গে সেলিম জানিয়েছেন দলীয় রিপোর্ট পেলে এই বিষয়ে মন্তব্য করবেন।
এর পাশাপাশি ওয়েব কাস্টিং নিয়ে নির্বাচন কমিশনের বিধি সংশোধন এবং এক৷ দেশ এক ভোট উস্যু নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন সেলিম।
এই কপির ভিস বাইট চলে গিয়েছে

