গঙ্গারামপুর ও তপন,১৫ অক্টোবর :—————–———- তপন ব্লক প্রশাসনের তরফে লস্করহাট,পাতকোলা এলাকাতে সাফাই অভিযান চলে। নোংরা অর্বজনা পরিস্কারে পাশাপাশি ছড়ানো হয় ব্লিচিং পাউডার। উপস্থিত হয়েছিলেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,যুগ্ম বিডিও পরিমল কুমার দাস,জয়ন্ত পাঠক সহ আরো অনেকেই।
অপর দিকে গঙ্গারামপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ফুলবাড়ি বাজার,অশোকগ্রাম বাজার,ও প্রানসাগর বাজারে সাফাই অভিযান চালানো হয়। বাজারে পড়ে থাকা নোংরা অর্বজনা পরিস্কার করা হয়। বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন ও জল যেন না জমে সেবিষয়ে সচেতনতার বার্তা দিয়ে রেলি বের করা হয়। ঝাড়ু হাতে ফুলবাড়ি বাজারে সাফাই অভিযান চালান বিডিও দাওয়া শেরপা,গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার,উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসীতবরন কুন্ডু প্রমুখ।

