তপন ব্লকের ১ no রামপাড়া চেনরা অঞ্চলের শ্রীনাথপুর এলাকায় কয়েক দিনের বৃষ্টিতে ব্রামমোণী নদীর জল উপচে উটছে এবং জল উপচে উঠে মুক্তারামপুরের বেশ কিছু এলাকা কিন্তু জলমগ্ন এবং কয়েকশ পরিবার কিন্তু ঘরছাড়া যেভাবে জল বাড়ছে আরেকটু জল বাড়লেই কিন্তু বাঁধ যখন তখন ভেঙ্গে যাবার কিন্তু সম্ভাবনা রয়েছে আর বাঁধ ভেঙ্গলেই এদিকে রামপাড়া চেচড়া কিন্তু জলের তলায় চলে যাবে ! স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই অবস্থায় তাদের পাশে কেও নেই ভোটের সময় অনেক নেতাকে দেখা যায় , এবং চাষ বাসের অনেক ক্ষতি হয়েছে

