গঙ্গারামপুর,১ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবার তপন ব্লকের রামপুরে কর্মী সভা করল তৃণমূল শ্রমিক সংগঠন।বুধবার বিকেলে সভার আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুরের একটি চালকল মিলের মাঠে। সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান, তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ধর,তৃণমূল নেতা মনসুর আলি,আজগর আলি, আইএনটিটিইউসির তপন ব্লক সভাপতি কমল টিগ্গা, কিষাণ ক্ষেতমজদুর সংগঠনের ব্লক সভাপতি ঝন্টু মণ্ডল প্রমুখ।
সামনের পঞ্চায়েত নির্বাচন, তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলি সংগঠনকে সাজিয়ে তুলতে ঝাপিয়ে পড়েছে। বাদ নেই শাখা তৃণমূলের শাখা সংগঠন গুলিও। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরো মজবুত করতে সভা করে এবার তপনের রামপুরে ময়দানে নামল

