শুক্রবার রাতে গৌরীপুর আমরা ক জনের উদ্যোগে স্থানীয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়।
একটা সময় ছিল খেলাধুলায় মজে থাকত ছাত্র,ছাত্রী থেকে শুরু করে যুব সমাজ। বর্তমানে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে যুব সমাজ। ফলে এখন আর আগের মত মাঠ মুখি হতে চাই না কিশোর,কিশোরী থেকে শুরু করে যুবকরা। তাই গ্রামের ছেলে মেয়েদের মাঠ মুখি করে তুলতে প্রতিবছর প্রিমিয়াম লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর আমরা ক জন। শুক্রবার রাতে গৌরীপুর মাঠে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়। জেলা বিভিন্ন প্রান্ত থেকে ১৬ টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। গৌরীপুর প্রিমিয়াম লিগ ২০২৪ এর উদ্ধোধন করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত হয়েছিলেন তপন ব্লক (গঙ্গারামপুর বিধানসভা ) তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা, জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল,লিপিকা রায়,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,তপন পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মধ্যক্ষ বাসন্তী বর্মন,তপন পঞ্চায়েত সমিতির সদস্য হোসেন আলি মন্ডল,টুর্নামেন্ট আয়োজক অন্যতম কর্মকর্তা অজয় বর্মন ওরফে সুনু, চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা টুর্নামেন্টের অন্যতম আয়োজক রাহুল সরকার সহ আরো অনেকে।

