গঙ্গারামপুর ২৬সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :—––বন্যার জলে বাঁধ ভেঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রায় বেশিরভাগ এলাকা জলমগ্ন হয় তাদের পাশে দাঁড়ালে এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে মানুষজনদের সহযোগীতা করার পাশাপাশি ফ্ল্যাড সেন্টার নিয়ে এসে ধরনের সহযোগিতা করেন তারা। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জানিয়েছেন , প্রশাসন ও আমরা হাতে হাত মিলিয়ে কাজ করছি মানুষজনদের জন্য। সকলে যেন এমন বিপদের সময়ে সব ধরনের সুযোগ সুবিধা প্রায় সেই বিষয়টি দেখা হচ্ছে। জানা গিয়েছে পুনভর্বা নদীর বাঁধ ভাঙল গঙ্গারামপুর ব্লকের যাদববাটি ও তপন ব্লকের উত্তর বজরা পুকুরে। দুটি জায়গায় বাঁধ ভাঙায় প্লাবিত হয়ে পড়েছে বজরাপুকুর,নীলদাস পাড়া,ডাবুকিশোর পাড়া,চামর কালিতলা ,সহ বেশ কিছু জায়গায়। যাদববাটি গ্রামের মানুষজন আশ্রয় নিতে শুরু করেছেন স্থানীয় স্কুল সহ রাস্তায়।
অপর দিকে এদিন আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে প্লাবিত এলাকা গুলি পরিদর্শন করা হয়। বন্যা কবলিত মানুষের ত্রান নিয়ে যাবার ব্যবস্থা করেন আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা,তপন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গোলাম রসিদ সরকার,ব্লক তৃণমূলের সদস্য হরিপদ সরকার,তৃণমূল শ্রমিক নেতা দুলাল রাজবংশী,সৌমিত্র সরকার আরো অনেকে।
এবিষয়ে আজমাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহা জানিয়েছেন, মানুষজনদের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি।যা আগামী দিনেও করে যাব।

