রবিবার দুপুর আনুমানিক ১২ নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার তপন বালিকা বিদ্যালয়ে এই অভীক্ষার আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তথা ABPTA-র সার্কেল সম্পাদক দীপঙ্কর মহন্ত, অন্যতম সদস্য উত্তম বর্মন, গোপাল লাহা, প্রতাপ রায়, কৌশিক বসাক, চন্দন সিং সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, মেধা অন্বেষণে এই অভীক্ষা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জন্য আয়োজিত হয়।
বৃষ্টি উপেক্ষা করেই এদিন তপন ব্লকের পাঁচটি অঞ্চলের প্রায় ৬৩ জন পড়ুয়া এই অভীক্ষায় অংশ নেয়।
মেধা অন্বেষণের এমন আয়োজনে খুশি পড়ুয়া সহ অভিভাবকেরাও।

