তপনে রাধা গোবিন্দ মন্দির ও বোল্লা এলাকায় বিখ্যাত রক্ষা কালিমাতার মন্দিরে পুজো দিয়ে জোর কদমে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী তথা জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র, প্রচারে সভাধিপতিসহ একাধিক তৃণমূল নেতৃত্বেরাও উপস্থিত ছিলেন, প্রচার উঠল ঝড়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৭ শে মার্চ দক্ষিণ দিনাজপুর———-——- তপনের রাধাগোবিন্দ মন্দির ও বিখ্যাত বোল্ল রক্ষা কালীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রাধাগোবিন্দ মন্দির ও বোল্লা রক্ষা কালীমাতার মন্দিরে পূজো দিয়ে এদিন দুটো এলাকায় জোর কদমে প্রচার করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে এলাকার একাধিক তৃণমূল নেতারাও। শাসক দলের এদিনের প্রচারে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। দোল উৎসবের পরেই জোর কদমে প্রচার শুরু করেছেন ৬ নম্বর বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জোর কদমে প্রচার শুরু করেছে। বুধবার সকাল সকাল তপনের রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়ে তপনের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করেন। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, মহিলা তৃণমূলের সভানেত্রী, আদিবাসী তৃণমূল সংগঠনের জেলা সভাপতি,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ধর ,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গঙ্গারামপুর বিধানসভা সমীর রাহা সহ ব্লক ও অঞ্চল তৃণমূলের একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেখানেই পুজো দিয়ে তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূলের ভূমিপুত্র বিপ্লব মিত্র তপনের বিভিন্ন জায়গায় প্রচার করেন।সেখান থেকে প্রচার শেষ করেই বোল্লা এলাকায় বিখ্যাত রক্ষা কালীমাতার মন্দিরে পুজো দেন।মায়ের কাছে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র আশীর্বাদ প্রার্থনা করে বিভিন্ন এলাকায় প্রচার করেন। সেখানেও জেলা তৃণমূলের একাধিক শাখা সংগঠনের সভাপতি থেকে শুরু করে অঞ্চল ও ব্লক তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূলের অভিভাবক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন, দুটি মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলাম। বিভিন্ন জায়গাতে প্রচার করে রাজ্য সরকার ধারাবাহিকভাবে যে উন্নয়ন করেছে মানুষজনদের জন্য তা তুলে ধরা হয়েছে। আশা করছি সকলের আশীর্বাদে আমি পাবই। এদিন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর ভোট প্রচারে দলীয় কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ব্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *