তপন , ২৪ জুন—– রাতের অন্ধকারে পাট গোডাউনকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার আশ্রমপাড়া এলাকায়। বোমাটি না ফাটলেও সোমবার সকাল থেকে এই ঘটনা নিয়ে আতঙ্ক তৈরী হয় এলাকায় । যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় তপন থানার পুলিশ । দমকল কর্মীদের সঙ্গে নিয়ে নিস্ক্রিয় করা হয় বোমটি। এদিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকায় ছুটে আসেন গোডাউন মালিক সুশান্ত সিং। তাঁর দাবী, কারো সাথেই তার কোন শত্রুতা ছিল না।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে নয়াবাজারের আশ্রমপাড়া এলাকায় সুশান্ত সিং নামে এক ব্যক্তির পাট গোডাউনের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শুধু তাই নয় ওই গোডাউনের দেওয়ালে বোম ছুড়ে মারার চিহ্নও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। আর যাকে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় ওই এলাকায়। যদিও এই ঘটনার খবর পেয়েই প্রথমে তপন থানার পুলিশ এবং পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিষ্ক্রিয় করা হয় আস্ত বোমটিকে। তবে কি কারণে ওই পাট গোডাউনকে লক্ষ্য করে রাতের অন্ধকারে দুস্কৃতিরা বোমা ছুড়েছিল তা নিয়ে নানা জল্পনা তৈরী হয়েছে এলাকায়। আর যাকে ঘিরে এদিন সকাল থেকে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরী হয় আশ্রম পাড়া এলাকায় । যদিও ওই পাট গোডাউনের মালাইক সুশান্ত সিংএর দাবি, দুষ্কৃতিরাই এমন ঘটনা ঘটিয়েছে। তার সাথে এলাকার কারো তেমন কোন শত্রুতা নেই। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।
তপন থানার পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়েই বোমটিকে নিষ্ক্রিয় করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
Type 1 diabetic issues is депантен normally detected in childhood years or teenage years as well as needs lifelong insulin therapy.

