তপন ২৪ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর———–——-পৃথক দুটি ঘটনায় জলে ডুবে মৃত্যু হল এক যুবক সহ দুই ব্যক্তির।ঘটনা দুটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার আজমতপুর ও কাটনা এলাকায়।এক যুবক সহ দুই ব্যক্তিই এদিন সকালে ও দুপুরে পুকুরে স্নন করতে গিয়ে তলিয়ে যায় বলে মৃতদের পরিবার সূত্রের খবর।পরে তাদের দেহ ভেসে উঠলে দুপুরে ও বিকেল দেহ দুটি পুলিশ গিয়ে উদ্ধার করে ঘটনার তদন্তে নামে। তপন থানা পুলিশ জানিয়েছে, আজমতপুর এলাকার বাসিন্দা জলে ডুবে মৃত্যু হওয়া যুবকের নাম রঞ্জিত রায়(৪১)ও জলে ডুবে মৃত্যু হওয়া অপর তপন থানার কাটনা এলাকার বাসিন্দা ব্যক্তির নাম মাখন রায় (৭১)।মৃতদের পরিবার সূত্রের খবর,এদিন সকালে ও দুপুরে ওই দুজন স্নান করতে গিয়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও দেহ দুটি খুজে পায়নি।মঙ্গলবার দুপুর ও বিকেলে দেহ দুটি ভেসে উঠলে তপন থানার পুলিশ তাউদ্ধার করে। মৃতের দুই পরিবারের আত্মীয়তা জানিয়েছেন, উনারা যে এভাবে চলে যাবে ভেবে উঠতেই পারেনি। তপন থানার পুলিশ জানিয়েছে,মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে। মৃতদের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

