শুক্রবার সকালে আনুমানিক ৭টা নাগাদ ঘটনা জানাজানি হলে চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা রেল স্টেশন এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রদীপ প্রসাদ (২৩), বাবার নাম সুদামা প্রসাদ বাড়ি তপন কাজীভাগ এলাকায়।
ব্যবসা করতেন ওই যুবক বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রেললাইনে ক্ষত বিক্ষত অবস্থায় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর দেওয়া হয় পুলিশ কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রেল পুলিশ। সকাল আনুমানিক সাড়ে ৮টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রেল পুলিশ।
মৃতের বাবার অভিযোগ, টাকা পয়সার জন্য তার ছেলেকে খুন করে রেল লাইনে ফেলে রাখা হয়েছে। থানায় এনিয়ে লিখিত অভিযোগও জানাবেন তিনি।
যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং রেল পুলিশ।

