রবিবার বেলা আনুমানিক ১১টা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তপন পুলিশ।
জানা গিয়েছে, মৃতরা হলেন স্বামী রিংকু সরকার (৩২) এবং স্ত্রী ভারতী বর্মন সরকার (২৪), বাড়ি মনোহলী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়িতে শোবার ঘরে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন, দুজনের গলায় শাড়ির কাপড় ফাঁস লাগানো অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এদিন সকালেও প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেছিলেন তাঁরা। পরে ঠিক কি ঘটলো তা নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয়রা।
আত্মহত্যা নাকি অন্য কিছু সে বিষয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।

