তপনের বালাপুরে দুই দিন ব্যাপী ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । বৃহস্পতিবার তপন ব্লকের ১০ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় বালাপরে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দুইদিন ব্যাপী ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডল, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, সহকারী সভাপতি তাপস মণ্ডল, পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনরা।
পঞ্চায়েতের প্রত্যেক সংসদ থেকে একটি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে পুরষ্কৃত করা হবে পরিচালন কমিটির তরফে।

