বুধবার সকাল আনুমানিক ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের কাকনা গ্রামে।
জানা গিয়েছে, মৃতের নাম নিমাই কিস্কু (৩৩), ওই গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন।
খবর এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।

