আলিপুরদুয়ার : ———–—–ডুয়ার্সের সবথেকে বড় বাণিজ্যিক শহড় আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগাতে আজ থেকে শুরু হল ব্যবসা বনধ। জয়ঁগা এলাকার বেহাল সড়ক, যানজট সমস্যা ও যত্রতত্র নোংরা আবর্জনা এই তিনটা সমস্যা সমাধানের দাবিতে ব্যবসা বনধ।
রাস্তা নাকি নদী ধরা যাবে না জয়গাঁতে এলে। মঙ্গলাবাড়ি থেকে শুরু করে জয়গাঁর ভুটানগেট পর্যন্ত রাস্তার পরিস্থিতি এরকমই।রাস্তা নিয়ে বছরের প্রতিটি দিন ক্ষোভ উগড়ে দেন এলাকার বাসিন্দারা।এবারে রাস্তার কারণে একত্রিত ব্যবসায়ীরা।রাস্তার কাজ শুরু হওয়ার লিখিত আশ্বাস না পেলে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন ব্যবসায়ীরা।
আজ থেকে শুরু হল ব্যবসায়ীদের ধর্মঘট। যা চলবে অনির্দিষ্টকালের জন্য।জয়গাঁর মঙ্গলাবাড়ির ব্যবসায়ী থেকে শুরু করে এনএস রোড, এমজি রোড ও সুপার মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে একটি জয়েন্ট ফোরাম গঠন করা হয়েছে। এই জয়েন্ট ফোরামের ব্যবসায়ীরা গত তিনমাস ধরে জেডিএ থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে লিখিত আকারে রাস্তার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। পুজোর পরে রাস্তার কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের বাস্তবায়ন হল না বলেই ব্যবসায়ীরা নিলেন ধর্মঘটের পদক্ষেপ। মৌখিক আশ্বাস শুধু দিয়ে যাচ্ছে প্রতিটি দফতর বলে অভিযোগ ব্যবসায়ীদের। এবারে তারা চাইছেন রাস্তার কাজ দেখতে। যতদিন না পর্যন্ত নতুন রাস্তা তৈরির আশ্বাস মিলবে ততদিন তাঁদের ধর্মঘট চলবে। জয়গাঁতে নতুন রাস্তা নির্মাণ তৈরি হক চাইছেন জয়গাঁর বাসিন্দারা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে জয়ঁগা অটৌ ইউনিয়ন।
এদিন জয়ঁগা ও মঙলাবাড়ি এলাকায় সমস্ত দোকানপাট ছিল বন্ধ। ব্যাস্ততম জয়ঁগা শহড়ের সড়ক ছিল প্রায় শুনশান।

