ডাক্তার দিদিকে মারলো কে ” প্রশ্ন উস্কে বালুরঘাটের রাস্তায় প্রতিবাদ মিছিল চিকিৎসকদের। নিরাপত্তার দাবিতে সরব নার্স ও স্বাস্থ্য কর্মীরাও

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ২১ আগষ্ট —- আর জি কর কান্ডে দোষীদের উপযুক্ত শাস্তি ও কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রাস্তায় নামলো চিকিৎসকরা। “ডাক্তার দিদিকে মারলো কে” প্রশ্ন তুলে সরব হয়েছেন নার্স ও স্বাস্থ্য কর্মীরাও। বুধবার বিকেলে এই ঘটনাকে ঘিরে রীতিমতো সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরে। এদিন যে প্রতিবাদ মিছিলটি বালুরঘাট জেলা হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে জেলা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছায়। প্ল্যাকার্ড হাতে নিয়ে যে মিছিলে পা মেলান চিকিৎসক থেকে শুরু করে শতাধিক স্বাস্থ্যকর্মী ও নার্সরা। এদিন যে মিছিল থেকেই শ্লোগান ওঠে “ডাক্তার দিদিকে মারল কে”। একইসাথে চিকিৎসকদের তরফে শ্লোগান দেওয়া হয় উই ওয়ান্ট জাস্টিস। প্রসঙ্গত, আর জি কর ইশ্যু নিয়ে ইতিমধ্যে জেলাজুড়ে শুধুমাত্র রাজনৈতিক দলগুলিই নয়, রাস্তায় নেমে প্রতিবাদের ঝাঝ বাড়িয়েছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলিও। এদিন চিকিৎসকদের রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে ওঠার মধ্যদিয়ে এই আন্দোলনের মাত্রা আরো কয়েকগুন বাড়লো বলেই মনে করছেন অনেকে।

বালুরঘাট হাসপাতালের চিকিৎসক অপূর্ব কুমার মৃধা বলেন, চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করার পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের দাবিতেই এই প্রতিবাদ মিছিল তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *