, ১২ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহ দিঘীপাড়া এলাকায় এক বয়স্ক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধরের অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযুক্তদের নাম কৃষ্ণ সিং ও রবিন কিস্কু, যারা একই এলাকার বাসিন্দা।
অভিযোগ অনুসারে, কিছুদিন আগে ওই মহিলা বাড়িতে একটি মনসা পূজা করে। অভিযোগ, মনসা পূজার পরেই বিভিন্ন বাড়িতে সিঁদুরের ফোটা দেখা যায়।। কিছু মানুষজন অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। সেই সময় এই দুই যুবক ওই বৃদ্ধা মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করেন। ওই বয়স্ক মহিলা হাসপাতালে ভর্তি ও হয়। পরে আহত মহিলার পরিবারের তরফে ৯ সেপ্টেম্বর তপন থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্ত শুরু করে পুলিশ শুক্রবার সকালে কৃষ্ণ সিং ও রবিন কিস্কুকে গ্রেপ্তার করে বালুরঘাট জেলা আদালতে পাঠায়। তপন থানার আইসি জনমারি ভিয়নে লেপচা জানান, “ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও চলছে।”

