– ট্রেনের সামনে বিক্ষোভ অবস্থান মালদা জেলা নাগরিক কমিটির। ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় মালদা রেল স্টেশন এর এক নম্বর রেল লাইনে দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সামনে চলে বিক্ষোভ অবস্থান

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা,১৫ এপ্রিল:————–—– ট্রেনের সামনে বিক্ষোভ অবস্থান মালদা জেলা নাগরিক কমিটির। ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাসের নেতৃত্বে রবিবার সন্ধ্যায় মালদা রেল স্টেশন এর এক নম্বর রেল লাইনে দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সামনে চলে বিক্ষোভ অবস্থান। ফারাক্কা এক্সপ্রেস ট্রেন স্থানান্তর করার প্রতিবাদে বিক্ষোভ অবস্থান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল রেল পুলিশ বাহিনী। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চলে বিক্ষোভ। রেল পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য করা হয় মাইকিং।
আলোচনা করতে মালদা রেল স্টেশনে পৌঁছান এডিআরএম শিবকুমার প্রসাদ সহ অন্যান্য রেল আধিকারিকরা । তারা কাউন্সিলর এবং আন্দোলনকারীদের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে আলোচনা করেন।
এদিন দিল্লি গামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থানে বসেন নাগরিক কমিটির সদস্যরা। রেল লাইনে বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
কাউন্সিলর গৌতম দাস বলেন, বহু পুরনো ফারাক্কা এক্সপ্রেস ট্রেন। শ্রমিক থেকে ব্যবসায়ী তারা দিল্লি সহ বিভিন্ন জায়গায় যাত্রা করতেন এই ট্রেনে চেপে। কেন্দ্রের নির্দেশে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন সড়িয়ে নিয়ে যাওয়া হয় বালুরঘাট স্টেশন। পুনরায় মালদা রেল স্টেশন থেকে ট্রেন চালু করার দাবি জানিয়ে জেলার নাগরিকদের পক্ষ থেকে এর আগে চিঠি দেওয়া হয় মালদা ডিআরএম কে। এরপরও কোন ব্যবস্থা গ্রহণ না করায়, রবিবার তারা রেল আটকে বিক্ষোভ দেখান। যতক্ষণ না ফারাক্কা এক্সপ্রেস মালদা টাউন রেল স্টেশনে নিয়ে আসা হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আন্দোলনকারীদের সমস্ত দাবি রেল দপ্তরকে জানানো হয়েছে বলে জানান মালদা রেল এডিআরএম শিব কুমার প্রসাদ।
দীর্ঘ আলোচনার পর প্রায় দুই ঘণ্টা শেষে মালদা রেল স্টেশন থেকে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। রেল আধিকারিকদের আশ্বাসে অবস্থান থেকে সরে দাঁড়ান আন্দোলনকারীরা।
তবে দীর্ঘক্ষণ ধরে ট্রেন মালদা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকার ফলে সমস্যায় পড়েন ট্রেনের যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *