কোচবিহার :———————– ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।ঘটনাটি মাথাভাঙ্গা খাটেরবাড়ি এলাকার। জানা গেছে মৃত ব্যক্তির নাম সুরজিৎ শীল বাড়ি জটামারি এলাকার।পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাতে দোকান থেকে বেরিয়ে যায়।তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।এরপর জানতে পারেন রেল লাইনে ধারে দেহ পরে রয়েছে।ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে অনুমান।তবে কি কারণে মাথাভাঙ্গায় এলো বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।পুলিশ জানিয়েছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।

