ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি রেলস্টেশন ও ডিমা চা বাগান সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত মহিলার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর এদিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী একটি ট্রেনের ধাক্কায় মহিলাটির মৃত্যু হয়েছে। স্থানীয়দের তরফে হাসিমারা আরপিএফকে জিআরপিকে খবর দেওয়া হয়। আলিপুরদুয়ার থেকে জিআরপি এসে মহিলার মৃতদেহ উদ্ধার করে। মহিলার পরিচয় খোঁজ ও ঘটনা তদন্ত শুরু করেছে জিআরপি।

