গঙ্গারামপুর : সাবধানে গাড়ি চালান, নিজের জীবন বাঁচান, অপরের জীবন বাঁচাতে সহযোগীতা করুন।মুলত এই দাবিতে সামনে রেখে জেলা পুলিশ সুপারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের তরফে গঙ্গারামপুর হাইরোডে পথ নিরাপত্তা সপ্তাহের আয়োজন করা হয়।সেখানে পৌরসভার ভাইস চেয়ারম্যান ট্রাফিক ওসি সহ আরো অনেক কাউন্সিলারেরা উপস্থিত ছিলেন।
কিছুদিন আগে গঙ্গারামপুর শহরে ট্রাফিক ওসি হিসেবে কাজে যোগদান করেছেন রঞ্জিত কুমার দাস। রঞ্জিতবাবু গঙ্গারামপুরের ট্রাফিক ওসি হিসেবে কাজে যোগদানের পরে তিনি শহরজুড়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিকের কাজে আমুল পরিবর্তন করেছেন।শনিবার বিকেলে গঙ্গারামপুর শহরের চৌপথিতে একটি অনুষ্টানের মধ্যে দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহের আয়োজন করা হয়। সেখানে পথচারী মানুষজনকে সচেতন করেন সাবধানে গাড়ি চালান, নিজের জীবন বাঁচান,অপরের জীবন বাঁচাতে সহযোগীতা করুন। এর পরে উপস্থিত গঙ্গারামপুরের ট্রাফিক পুলিশের উদ্যাগে বেশ কয়েকজন পথচারী যারা হেলমেট না পরে পথ চলতে শুরু করেছিলেন তাঁদের মাথায় হেলমেট তুলে দেন গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রঞ্জিত কুমার দাস, কাউন্সিলার রাকেশ পন্ডিত, বিশ্বজিৎ মুমু, সুভাষ কুন্ডু,মানিক সুত্রধর, সুজাতা মন্ডল, সুভ্রদা রাজবংশী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

