ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে এক বাইক রাইডার যুবককে গ্রেফতার করল পুলিশ।গতকাল ফুলবাড়ী ঘোষপুকুর ২৭নাম্বার জাতীয় সড়কের মোঃ বক্স মরে। ট্রাফিক সামলা ছিলেন এক পুলিশ কর্মী।সেই সময় ঘোষপুকুর থেকে ফুলবাড়ির উদ্দেশ্যে বেশ কয়েকটি বাইক রাইডার যাচ্ছিল।সেই সময়ের দায়িত্ব থাকা ট্রাফিক পুলিশ সিগনাল দেন দাঁড়াবার জন্য।এরপরেই তাদের মধ্যে দুটি বাইকের সংঘর্ষ ঘটে।এরপরে ধৃত যুবক সুবীর কুমার সিংহ কলকাতার বাসিন্দা।তিনি তেরে এসে পুলিশ কর্মীকে মারধর করে।এরপরে চিৎকার শুনে দায়িত্বে থাকা ট্রাফিক অফিসার সহ পুলিশ কর্মীরা ছুটে আসে।সেই পুলিশ কর্মীকে উদ্ধার করে।দীর্ঘ এক ঘন্টা বাতানুবাদ পুলিশ ও বাইক রাইডারদের মধ্যে।পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে।এরপরে খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার পুলিশকে।পুলিশের এসে ওই যুবককে গ্রেফতার করে।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।ফাঁসিদেওয়া থানার পুলিশ

