ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধুর

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা :——–——- শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া দুই ব্লকের সম্বলপুর অঞ্চলের ডাঙ্গা মোড় এলাকায়।ট্রাক এবং বাইকের সংঘর্ষ হতেই ট্রাকের চাকার নিচে পড়ে যাই ওই গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই কুমারগঞ্জ নৌওগামা রাজ্য সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে যায়।তড়িঘড়ি পুখুরিয়া থানার পুলিশ পৌঁছে ট্রাক এবং ট্রাক চালককে আটক করেছে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে মৃত গৃহবধুর নাম,রেণুকা বিবি। ঘটনাই গুরুতর আহত হয়েছেন মোটরবাইকে থাকা তার স্বামী মোজাম্মল হক ও একটি সন্তান অড়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন। সম্বলপুর অঞ্চলের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা তারা। মোটরবাইকে কোরে শশুর বাড়ি ধোনাইপুর যাচ্ছিলেন।সেই সময় ভাঙ্গা মোড় এলাকায় একটি ট্রাককে পাস করতে গিয়ে মোটরবাইকের সংঘর্ষ হয়ে যায়। ঘটনায় মোটর বাইকের সকলেই রাস্তার উপরে পড়ে যান। তখনই ওই গৃহবধূর ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আহত স্বামী ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে পুখুরিয়া থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধারের সাথে যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *