টোটো এম্বুলেন্স নিয়ে রোগীদের মেডিকেল কলেজ হোক অথবা নার্সিংহোম অতি সহজেই পৌঁছে দিচ্ছে মালদার যুবক জিতেন চৌধুরী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য
  • মালদা, ২৬ মে : ——-—– টোটো এম্বুলেন্স নিয়ে রোগীদের মেডিকেল কলেজ হোক অথবা নার্সিংহোম অতি সহজেই পৌঁছে দিচ্ছে মালদার যুবক জিতেন চৌধুরী। তাই এখন অনেক মানুষের কাছে অ্যাম্বুলেন্স জিতেন বলে পরিচিত হতে শুরু করেছে। মালদা শহরের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা জিতেন চৌধুরী, বয়স মাত্র ২২ বছর । দরিদ্র পরিবারের জিতেন চৌধুরীর বাবা বাবলু চৌধুরী পেশায় লরিচালক। কোনরকমে ধার দেনা করে টোটো কিনেছে জিতেন। আর সেই টোটোকে এখন অ্যাম্বুলেন্স আকারে রোগী পরিষেবা দিয়ে চলেছে ওই যুবক। ইতিমধ্যে ১৫ থেকে ১৭ জন রোগীকে জরুরীকালীন অবস্থায় ওই যুবক তার অ্যাম্বুলেন্স টোটোতে করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়েছেন। টোটোর সামনে বড় বড় হরফে লেখা রয়েছে অ্যাম্বুলেন্স। এবং সেই টোটোতেই দেওয়া রয়েছে জিতেন চৌধুরীর মোবাইল নম্বর ৮৪৩৬৯১৯৩৬৬। জিতেনের এই পরিষেবা দেখে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

অ্যাম্বুলেন্স জিতেন বলেন, কয়েক মাস আগে পরিবারের এক আত্মীয়কে শুধুমাত্র সময়ের মধ্যে মেডিকেল কলেজে পৌঁছাতে পারে নি। সময়ের মধ্যে বাগবাড়ি থেকে টোটো করে মেডিকেল কলেজ নিয়ে যেতে পারে নি। ফলে সেই আত্মীয়র মৃত্যু হয়েছিল । তখন থেকে ইচ্ছা ছিল টোটো কিনে সাধারণ রোগীদের এভাবে পরিষেবা দেওয়ার। অনেক কষ্ট করে টোটো কিনেছি। তাতেই অ্যাম্বুলেন্স হিসাবেই পরিষেবা দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *