উত্তর দিনাজপুর:— এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে চোপড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা চোপড়া ব্লকের বিভিন্ন প্রান্তের টোটো চালকেরা টোটো নিয়ে চোপড়া বাসস্ট্যান্ড এলাকায় ভিড় জমায়। রাস্তার উপরে টোটো দাঁড়ানোর ফলে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে নো পার্কিং বোর্ড লাগানো সত্বেও রাস্তার উপরেই টোটো দাঁড় করায় বেশ কিছু টোটো চালক। আজ দুপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ রাস্তার উপর থেকে টোটো সরিয়ে নেওয়ার কথা বলতেই তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এক টোটো চালক। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরও করা হয়েছে বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় দাসপাড়া গোয়াবাড়ি এলাকার এক টোটো চালককে আটক করে চোপড়া থানার পুলিশ।

