টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের আসরকে ঘিরে জমে উঠল মালদার ইংরেজবাজারের মিল্কি

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:————-——- টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের আসরকে ঘিরে জমে উঠল মালদার ইংরেজবাজারের মিল্কি। টুর্নামেন্টে খাসকোল গ্রামকে হারিয়ে ফাইনালে শেষ হাসি হাসেন হাবিরুদ্দিন পাড়ার ছেলেরা। এদিনের প্রতিযোগিতায় ছিলেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রী পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদের সদস্য তৃণমূলের ব্লক সভাপতি প্রতিভা সিংহ, জুয়েল রহমান সিদ্দিক এবং প্রধান তারেক আলি। জানা গিয়েছে, স্থানীয় ইউনিটি স্পোটিং ক্লাবের উদ্যোগে টি ২০ প্রতিযোগিতায় ১০টি দল অংশ গ্রহন করে। ফাইনালে খাসকোলকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাবিরুদ্দিন পাড়া। জয়ী দলের হাতে নগদ ৭০ হাজার টাকা সমেত ট্রফি তুলে দেন ক্লাব কর্তারা। এছাড়া রার্নাস দলকেও ট্রফি সমেত দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকা। ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় মিল্কিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *