টইটম্বুর আত্রেয়ী, ছটপূজার নিরাপত্তায় জোর — বালুরঘাট সদরঘাটে কড়া নজরদারি পুলিশের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৬ অক্টোবর –—-রাত পোহালেই ছটপুজো। সূর্য উপাসনার এই মহোৎসবকে কেন্দ্র করে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাটে ইতিমধ্যেই প্রস্তুতির চূড়ান্ত পর্ব শুরু। রবিবার সদরঘাট পরিদর্শনে যান ডিএসপি সদর বিক্রম প্রসাদ। তিনি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও পুণ্যার্থীদের সুবিধার বিষয়টি খতিয়ে দেখে জানান, এ বছর নদীতে জল কিছুটা বেশি থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

ডিএসপি জানান, “পুণ্যার্থীদের নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য। তাই ঘাটে থাকবে পর্যাপ্ত আলো, সিভিল ডিফেন্স টিম, স্পিডবোট ও পুলিশি সহায়তা কেন্দ্র।” পুণ্যার্থীদের ভিড় সামলাতে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও, সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় রাখা হয়েছে একটি মেডিকেল সহায়ক বুথও।

সূর্যাস্ত ও সূর্যোদয়ের অর্ঘ্য দেওয়ার সময়ে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য প্রতিটি ঘাটে কড়া নজরদারি থাকবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘাট পরিষ্কার ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে। সব মিলিয়ে, ছটপুজো ঘিরে আত্রেয়ীর তীরে এখন সাজো সাজো রব— ভক্তি, উৎসব আর নিরাপত্তার মেলবন্ধনে প্রস্তুত বালুরঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *