শনিবার বিদ্যালয় চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়।
চারিদিকে যেভাবে বৃক্ষ ছেদন হচ্ছে। তার কুপ্রভাব পড়তে শুরু করেছে পরিবেশের ওপর। বৃষ্টিপাতের পরিমান কমে যাওয়ায় চাষাবাদে সেচ জলের অভাব দেখা দিয়েছে। স্বাভাবিক ভাবে গাছ লাগান। প্রান বাঁচাও। এই স্লোগান টিকে সামনে রেখে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে গাছ লাগাতে এগিয়ে এল তপন নির্মায়া গ্রুপ অফ স্কুলের ক্ষুদে পড়ুয়া। শনিবার স্কুল চত্বরে অরণ্য সপ্তাহ উদযাপনের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে ছিলেন,নির্মায়া গ্রুপ অফ স্কুলের অন্যতম কর্মকর্তা অলোক সরকার,পরিবেশ প্রেমী পারমিতা ধারা,স্কুল শিক্ষিকা কুসুম চৌরাশিয়া,অনুরাধা রবিদাস,স্মৃতি সরকার,গীতা দাস,শিক্ষক উজ্জ্বল হালদার,স্কুলের অন্যতম কর্মী মাম্পি বর্মন প্রমুখ। পরিবেশ বাঁচাতে গাছে লাগানোর বার্তা দেবার পাশাপাশি খুদে পড়ুয়াদের মধ্যে আম,জাম,ড্রাগন,মহুয়া,কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নিম,মেহগনির চারা গাছ তুলে দেওয়ায় হয়। এছাড়াও নির্মায়া গ্রুপ অফ স্কুলের পক্ষ থেকে এলাকার প্রায় ২০০ জন সাধারণ মানুষের মধ্যে চারাগাছ বিলি করা হয়। অরণ্য সপ্তাহ উদযাপন ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ,উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

