জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও গঙ্গারামপুর ব্লকের যৌথ উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া জিপি,র আবেসকুড়ি হাই মাদ্রাসায় স্বাস্থ্য ও আইনি সচেতনতা শিবির অনুস্ঠিত হলো

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

আজ ২১ শে আগষ্ট ২০২৩দক্ষিণ দিনাজপুর  :——–

ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, জমা জল যাতে না থাকে, মশারী বেবহার করার উপর জোর দেওয়া হয় ,
বাল‍্যবিবাহের কুফল গুলো আলোচনা করা হলো।
বাল‍্য বিবাহ না করা ও ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার জন্য সকল ছাত্রী গন শপথ গ্রহণ করেন, কন‍্যাশ্রী, রুপশ্রী সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে শিবিরে জানানো হয়।
দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যায় এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিবির উদ্ভোদন করেন – আবেশকুড়ি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মন্জুর আলম মহাশয়, সাস্থ্য সম্পর্কে আলোচনা করেন নাজমা খাতুন ( সি এইচ ও ) আশা কর্মী – বেগমা খাতুন , শিলা খাতুন ।
শিবিরে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম ,
শক্তি বাহিনীর সোসাল ওয়ার্কার, মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক মহাশয় , বাসুরিয়া জিপির ভি আর পি গন,
দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলো আলোচনা , কারা কারা বিনামুল্যে পরিষেবা পাবেন সহ বাল‍্যবিবাহ, মানব পাচার , কুসংস্কার সম্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *