জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি, উদয় জিপি, বাসুরিয়া জিপি, বেলবাড়ী জিপি, নন্দন পুর জিপি, সুকদেবপুর জিপি তে স্বাধীনতা দিবস পালন করা হলো।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর ——-জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি সঙ্গীতা চ‍্যাটার্জী মহাশয়ার নির্দেশে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপি, উদয় জিপি, বাসুরিয়া জিপি, বেলবাড়ী জিপি, নন্দন পুর জিপি, সুকদেবপুর জিপি তে স্বাধীনতা দিবস পালন করা হলো। মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ‍্যালয়, মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয়, মির্জাপুর আই সি ডি এস সেন্টার, নিতপুর আই সি ডি এস সেন্টার ও দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হলো।
পতাকা উত্তোলন , জাতীয় সঙ্গীত , আবৃত্তি, সাংস্কৃতিক অনুস্ঠান, র‍্যালি এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিন টি পালিত হলো,
উপস্থিত ছিলেন –
নরেন্দ্র নাথ বিশ্ব কর্ম – প্রধান শিক্ষক , মির্জাপুর জুনিয়র উচ্চ বিদ‍্যালয়,
প‍্রলয় রায় – প্রধান শিক্ষক , জাসমিন হক, চায়না মন্ডল – শিক্ষিকা , মির্জাপুর প্রাথমিক বিদ‍্যালয়,
কমলা পাহান – আই সি ডি এস কর্মী, মির্জাপুর ,
অনিতা কুজুর – আই সি ডি এস কর্মী, নিতপুর
এবং
গোলাম রাব্বানী — পি এল ভি , জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ,
দক্ষিণ দিনাজপুর,
দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন জায়গায় পালন করেন – পি এল ভি, আব্দুল রশিদ মিয়া ,
পলাশ কুমার শিকদা
খয়বর মন্ডল,
আরিফুল ইসলাম ,
সন্জয় সরকার ,
ইমরান হোসেন ,
মিন্টু প্রামানিক প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *