দক্ষিণ দিনাজপুর – ।সেই মতো জেলার বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে আজ গঙ্গারামপুর ব্লকের সামাজিক ভাবে পিছিয়ে পড়া এলাকায় টোটৌ র্যালি করে প্রচার করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী আজ 12- 08- 2023
সমাজে দরিদ্র, পিছিয়ে পড়া, নিপীড়িত এবং দুর্বল মানুষের ন্যায় বিচার পেতে, আইনি সহায়তা দিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ । এই দায়বদ্ধতা থেকে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চালু চালু আছে লিগ্যাল এইড ক্লিনিক । ন্যায় বিচার পেতে প্রতিটি মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেওয়া এই ক্লিনিকের মূল উদ্দেশ্য । শুধু আইন গত সহায়তাই নয় প্রশাসনিক দপ্তরে বিভিন্ন সমস্যার জন্য আবেদন পত্র ও ফরম পূরণ করে সহায়তা প্রদান, প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করাও আমাদের উদ্দেশ্য । বিনা খরচে গরীব মানুষ কে আইনি পরিষেবা প্রদান করার মহতী লক্ষ্য ছাড়াও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আরও উদ্যোগ চালু আছে।
মেগা / ন্যাশনাল লোক আদালতের মাধ্যমে প্রাক / চালু ব্যাঙ্ক, বীমা ইত্যাদির মামলা নিষ্পত্তি ।
দৈনিক লোক আদালত ,
প্রাক – মোকদ্দমা মীমাংসা ,
সচেতনতা শিবির ,
সংশোধনাগারে থাকা আবাসিক দের আইনগ সহায়তা ,
মিডিয়েশানের / মধ্যস্থাকারীর মাধ্যমে মোকদ্দমা মীমাংসা প্রভৃতি ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে বা রক্ষণ মুলক আবাসে আছেন এমন ব্যাক্তি রা , কোন শিল্প শ্রমিক, মানসিক ভাবে অসুস্থ বা অন্য ভাবে বিকলাঙ্গ ব্যাক্তি, কোনো ব্যাপক দুর্বিপাক, জাতপাত ঘটিত বর্বরতা , বন্যা, খরা, ভূমিকম্প , অথবা শিল্প ক্ষেত্রে বিপর্যয়ের শিকার,
যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, সুপ্রিম কোটের ক্ষেত্রে ৫ লক্ষ টাকার কম।
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, পকসো এক্ট, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো। ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হলো।
বিশেষ করে বাল্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয়
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করেন –
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাববানী


 
	 
						 
						