দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম ঈশিতা রায় মহাশযয়ার নির্দেশে আন্তর্জাতিক যোগ দিবস ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা গুলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি গোলাম রাব্বানী শিবির টোটো র্যালি করে প্রচার করেন গঙ্গারামপুর ব্লকের প্রত্যন্ন এলাকায় টোটো র্যালি , পার্বতীপুরে শিবির , মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, আদিগ্রাম বীণাপাণি কোচিং সেন্টার , আদিগ্রাম টিউটর সেন্টারে
মির্জাপুর প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন শিক্ষিকা জাসমিন হক , চায়না মণ্ডল মহাশয়া , বীণাপাণি কোচিং সেন্টার এর শিক্ষক মনোজ বর্মণ মহাশয় , টিউটর সেন্টারের শিক্ষক প্রনব বর্মণ মহাশয় ।
আজ 21- 06- 2024
প্রতি বছর ২১ শে জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যো দিবস পালন করা হয়। ২০১৫ সালে প্রথম সারা বিশ্বে এই দিবসটি উদযাপন হয়েছিল । প্রাচীন ভারতীয় অনুশীলন যোগাসনের বহুবিধ উপকার কে স্বীকৃতি দিয়ে গোটা বিশ্বে ২১ শে জুন যোগ দিবস পালিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস ( International Yoga day ) পালন করা হলো।
যোগব্যায়াম শুধুমাত্র দেহের অঙ্গগুলিই নয়, শরীর , মস্তিষ্ক এবং আত্মার ভারসাম্য তৈরী করতে পারে। এই কারনে শারীরিক সমস্যা ছাড়াও যোগের মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারে ।
যোগ দিবস পালনের সাথে সাথে জেলা আইনি পরিষেবা গুলো প্রচার করেন পি এল ভি গোলাম রাব্বানী
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব্যাক্তি রা ।
শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার,

