গঙ্গারামপুর 21 অক্টোবর দক্ষিণ দিনাজপুর;—————-জুয়ার বোর্ডে হানা দিয়ে নগর টাকা সহ ৯ জন যুবকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালিতলা এলাকায় । সোমবার ধৃত যুবকদের পাঠানো হলো গঙ্গারামপুর মহকুমা আদালতের।
জানা গিয়েছে, গতকাল রাত্রি এগারোটা নাগাদ গোপন সূত্রের খবর পেয়ে, গঙ্গারামপুর থানার কালিতলা এলাকায় একটি ক্লাবে জুয়ার আসরে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ । জুয়ার আসরে হানা দিয়ে ১৯ হাজার ৪ শো ৪০ টাকা উদ্ধার সহ ৯ জন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন পুলিশ। সোমবার ধৃতদের নির্দিষ্ট ধারা দিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালো গঙ্গারামপুর থানার পুলিশ। শেষ পাওয়া খবরে জানা গেছে গঙ্গারামপুর মহকুমা আদালতে অভিযুক্তদের পাঠানো হলে বিচারক তাদের জামিল মঞ্জুর করেন।

