জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের বদলে তপনের ভেনুতে এসে পৌঁছালো ইতিহাস প্রশ্নপত্র ,যে ঘটনায় তপনের জীবন বিজ্ঞান পরীক্ষা শুরু হল ১৫ মিনিট পরে ,

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর। জীবন বিজ্ঞানের বদলে পরীক্ষা ভেনুতে এসে পৌঁছালো ইতিহাস প্রশ্নপত্র। পরীক্ষা কেন্দ্রের ভেন্যুতে ভুল প্রশ্ন পত্র পৌঁছানোর ঘটনায় দেরিতে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের একটি ভেনুর ৬টি স্কুলে। যদিও এত বড় ভুলের বিষয়টি নিয়ে সেন্টারে ভেনু ইনচার্জ বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে প্রশ্ন পাল্টে পরীক্ষা দেবার ব্যবস্থা করলেও প্রায় ১৫মিনিট পরে পরীক্ষা শুরু হয়। ভেনু ইনচার্জ ও ডিআই অবশ্যই জানান, পরীক্ষা কিছুটা সময় পরে শুরু হওয়ায় অতিরিক্ত বাড়তি সময় দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। যদিও উৎকণ্ঠর মধ্যে ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। তবে প্রশ্নপত্র দেরিতে পেলেও পরীক্ষা দেবার অতিরক্ত সময় পেয়ে ছাত্রছাত্রীরা খুশি হয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের এই ভেনুতে মোট ৬টি স্কুল পড়েছিল মাধ্যমিক পরীক্ষার আসন। ৬টি স্কুলের মধ্যে দাড়ালহাট হাইস্কুল, করদহ হাইস্কুল, ভারিলা হাইস্কুল সহ মত ৬টি স্কুলে মোট ১৪৩৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তাদের আসন পড়েছিল। সকাল ১০টা ৪৫ মিনিটের মধ্যেই থানা থেকে ভেনু ইনচার্জের দায়িত্বে থাকা আধিকারিকেরা থানা থেকে মাধ্যমিক বিভাগের ইতিহাস প্রশ্নপত্র নিয়ে যান। যদিও ভেনুতে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পরে তারা বুঝতে পারেন ওই বিভাগের প্রশ্নপত্রের পরীক্ষা মধ্যে ইতিহাস প্রশ্নপত্র রয়েছে। যা ভুল করে তারা নিয়ে এসেছেন। ইতিমধ্যেই সেই প্রশ্নপত্র গুলি তপনের ওই ভেনুর ৬টি স্কুলেই পৌঁছে গিয়েছে। তড়িঘড়ি এরপরেই ৬টি স্কুল থেকে প্রশ্নপত্র গুলি ফেরত নিয়ে আসা হয় তপন থানায়। পরে তাদের ভুল বুঝতে পেরে পি বিভাগের প্রশ্ন অর্থাৎ মঙ্গলবার জীবন বিজ্ঞান বিভাগের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে গিয়ে ওই ৬টি স্কুলে তা পৌঁছে দেন। কিন্তু প্রশ্ন পত্র পৌঁছাতে বিভিন্ন স্কুলে ১০থেকে ১৫ মিনিট সময় লেগে যায়। ঘটনাস্থলে গিয়ে ভেনু ইনচার্জ সঙ্গে সঙ্গে ডিআই অফ স্কুল মৃন্ময় ঘোষকে বিষয়টি জানান। খবর পেতেই তিনি সেখানে ছুটে আসেন। সঙ্গে সঙ্গেই মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কলকাতায় যোগাযোগ করে অতিরিক্ত সময় ছাত্রছাত্রীদের দেওয়ার ব্যবস্থা করেন ডিআই মৃন্ময় ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *