জাতীয় সড়কে দাড়িয়ে থাকা শ্রমিক বোঝায় পিকআপ ভ্যানের পিছনে লরির ধাক্কা। মৃত দুই জখম বেশকয়েজন শ্রমীক।গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃত দুই জনের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। জানা গিয়েছে বিহারের বাহাদুরগঞ্জে পাইপ লাইনের কাজে গিয়েছিল ৯ জন শ্রমিক। কাজ শেষে ফেরার পথে চাকুলিয়া থানার কানকি জাতীয় সড়কের উপর শ্রমিক বোঝায় পিকআপ ভ্যানের পিছনে সজোরে একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলে দুইজন শ্রমিকের মৃত্যু হয়। এবং এই ঘটনায় বেশকয়েজন শ্রমিক গুরুতর আহত হয়।আহত উদ্ধার করে চিকিৎসার জন্য বিহারের কিষানগঞ্জে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

