মালদা: তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করলো গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতরা হল সৌমজিৎ সরকার বয়স ২২, ফারুক বয়স ২৮, আশীষ চৌধুরী বয়স ১৯। ধৃত তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মাথা কাটা ব্যক্তির নাম পরিচয় জানতে পেরেছে পুলিশ। পুলিশ ও মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম কৃষ্ঠপদ রায়। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বেলবাড়ি এলাকার অধিকারী পাড়া এলাকায়। জানা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি। গত বুধবার থেকেই নিখোঁজ ছিলেন বাড়ি থেকে। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখার পর পরিবারের লোকেরা ছুটে আছেন গাজোল থানায়। মৃতদেহ পাওয়ার জন্য থানায় লিখিত আবেদন জানানো হয়েছে পরিবারের তরফে। তবে পরিবারের সদস্যদের অনুমান এই ঘটনা আর যাই হোক দুর্ঘটনা নয়। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনা নাকি খুন ! পুলিশের তরফে জানানো হয়েছে পূর্ণতদন্তের আগে কোন কিছুই বলা সম্ভব নয়।

