জাতীয় গুণমান শংসাপত্র পেল বালুরঘাট পৌর উপস্বাস্থ্য কেন্দ্র। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্টান্ডার্ড দপ্তরের তরফে পরিদর্শনের পর সফলতা । পশ্চিমবঙ্গের ১২ টি স্বাস্থ্যকেন্দ্র জাতীয় গুণমান সংসাপত্র পেয়েছে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

জাতীয় গুণমান শংসাপত্র পেল বালুরঘাটের একটি পৌর উপস্বাস্থ্য কেন্দ্র। উত্তরবঙ্গে মাত্র একটি পুর উপস্বাস্থ্য কেন্দ্রকে এই শংসাপত্র দেওয়া হয়েছে । কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের সমীক্ষার ফলাফলে এই নাম উঠে এসেছে । মাপকাঠির বিচারে বালুরঘাটের সাহেব কাছারি এলাকায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রের স্কোর প্রায় ৯০ শতাংশ। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্টান্ডার্ড দপ্তরের তরফে এই পরিদর্শন করা হয়েছিল। তাতেই সাফল্য পেল বালুরঘাট পুরসভা।
পৌরসভা সূত্রের খবর, গত মাসের শেষের দিকে প্রায় দুদিন ধরে ১২ ঘন্টা করে উপস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিকাঠামো বিষয়টি খুঁটিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন নথিপত্রও যাচাই করা হয় । মঙ্গলবার বালুরঘাট পুরসভার কাছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে চিঠি আসে। যেখানে পশ্চিমবঙ্গের ১২ টি স্বাস্থ্যকেন্দ্র জাতীয় গুণমান সংসাপত্র পেয়েছে জানা যায়। উত্তরবঙ্গের মধ্যে একমাত্র স্থান পেয়েছে বালুরঘাটের সাহেব কাছারি স্বাস্থ্য কেন্দ্র ।

বালুরঘাট পুরসভার স্বাস্থ্য দায়িত্ব প্রাপ্ত এমসিআইসি বিপুলকান্তি ঘোষ বলেন, ‘এই শিরোপা লাভের ফলে ভারত সরকারের স্বাস্থ্য উন্নয়নের একাধিক সুবিধা পাব। উত্তরবঙ্গে আমরা একমাত্র এই তকমা পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *